ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

লেনদেন বেড়েছে ডিএসই'র, ঊর্ধ্বমুখী সিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
লেনদেন বেড়েছে ডিএসই'র, ঊর্ধ্বমুখী সিএসই

ঢাকা: দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ দিনে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে দিনের শুরু হয়ে শেষও হয়েছে উত্থান দিয়ে।
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশের দুই স্টক এক্সচেঞ্জ মঙ্গলবারের (০৯ ফেব্রুয়ারি)  তুলনায় লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

আর লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬২ কোটি টাকার শেয়ার। যা মঙ্গলবারের তুলনায় ২৫ কোটি টাকা বা ৭ দশমিক ৬০ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।
 
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।
 
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৯ পয়েন্টে।
 
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, ইফাদ অটোস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউপিজিডিসিএল, লিন্ডে বিডি, কাশেম ড্রাইসেলস এবং সিএমসি কামাল।
 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান দশ কোম্পানি হল- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, লিব্রা ইনফিউশন, সিএমসি কামাল, দেশ গার্মেন্ট, রিপাবলিক ইন্স্যুরেন্স ও কাশেম ড্রাইসেল।
 
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান দশ কোম্পানি হল- আজিজ পাইপস, ৪র্থ আইসিবি, শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্সড মিল্ক, খুলনা পেপার, পিপলস ইন্স্যুরেন্স, ইসলামি ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ।
 
একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৯৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এফবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।