ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

উভয় বাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
উভয় বাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে উভয় বাজারে সূচকের উর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে। দিনের শুরু থেকেই দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে এদিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩১ কোটি টাকার বেশি। একইসঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ৫০৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেন হয়েছিল ৩৬২ কোটি টাকার শেয়ার লেনদেন। সে হিসেবে শেয়ার লেনদেন বেড়েছে ১৪৩ কোটি টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ারের।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিএসআরএম স্টিলস লিমিটেড, আলহাজ্ব টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও কাশেম ড্রাইসেলস।

দরবৃদ্ধির শীর্ষ প্রধান দশ কোম্পানি হল- বিএসআরএম লি., এইমস ১ম মি.ফা., ৪র্থ আইসিবি, গ্রামীন -১, বিএসআরএম স্টিল, অগ্রণী ইনসুরেন্স, আলহাজ্ব টেক্সটাইল, সামিট এলায়ন্স পোর্ট, জাহিন স্পিনিং ও ডেল্টা স্পিনার্স।

অন্যদিক দাম কমার শীর্ষ প্রধান দশ কোম্পানি হল- লিব্রা ইনফিউশন, মুনু স্টাফলার, কাহিনুর কমিক্যাল, ইস্টার্ন লুব্রিকটস, এইচআর টক্স, ন্যাশনাল টি, স্টাইল ক্র্যাফট, জুট স্পিনার্স, জিপিএইচ ইস্পাত ও বিএসসি।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২০.১১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫৯০.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এফবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।