ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
সোমবার (২২ ফেব্রুয়ারি) লেনদেনের প্রথম ঘণ্টা শেষে ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১১ কোটি ৯ লাখ টাকার কিছু বেশি। অপরবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৬ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি শেয়ারের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৩ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬১ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এফবি/জেডএস