ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম এক ঘণ্টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বর্তমানে মিশ্র ধারায় চলছে লেনদেন।



ডিএসইতে প্রথম ঘণ্টায় মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৯১ পয়েন্টে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির। প্রথম ঘণ্টায় ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত দিনের থেকে ৩৫১ কোটি টাকা কম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সার্বিক সূচক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৩ পয়েন্টে। এর মধ্যে লেনদেন হয়েছে ১২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। যার মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।