ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক-লেনদেন উভয়ই বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
সূচক-লেনদেন উভয়ই বেড়েছে

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এরপর দিনভর উভয় বাজারে সূচক ওঠানামার মধ্যে লেনদেন চলে। তবে দিনশেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭১ কোটি টাকার কিছু বেশি। যা গত কার্যদিবসের তুলনায় ১১ কোটি টাকা বেশি। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি শেয়ারের।

লেনদেন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক এক পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৯ পয়েন্টে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- সিনো বাংলা, জিপিএইচ ইস্পাত, পিপলস ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ডেফোডিল কম্পিউটার, আরএকে সিরামিক, রিজেন্ট টেক্সটাইল, রিপাবলিক ইনস্যুরেন্স ও এমারেল্ড অয়েল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সার্বিক সূচক ৩২ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৭ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।