ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ১৫ পয়েন্ট।

এদিকে ঊর্ধ্বমুখী আছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও। এ বাজারটিতে সিএসইএক্স সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ৫৩টির।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা। লেনদেন হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত আছে ১৮টি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।