ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
দুই বাজারেই সূচক ও লেনদেন কমেছে

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা নিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।



বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনের শুরু থেকেই দুই বাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এরপর দিনভর উভয় বাজারে সূচক ওঠানামার মধ্যে লেনদেন চলে। তবে দিনশেষে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার কিছু বেশি। যা গত কার্যদিবসের তুলনায় ২৬ কোটি টাকা কম। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি শেয়ারের।

লেনদেন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৫ পয়েন্টে।   ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৩ পয়েন্টে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- সিনো বাংলা, লংকাবাংলা, প্রাইম ফাইন্যান্স, আমান ফিড, ফারইস্ট ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, বে লিজিং, ঢাকা ডাইং, গ্লাক্সো ও ডেল্টা লাইফ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সার্বিক সূচক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৮ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।