ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে দশমিক ৮৮ পয়েন্ট।
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকা। লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ৫১টি।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩৮লাখ টাকা। লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড’র দাম বেড়েছে ৫৮, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ৩২টি।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এফবি/বিএস