ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টা শেষেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা রয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০১ পয়েন্টে।
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৫২ লাখ টাকার।
লেনদেন হওয়া ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এফবি/জেডএস