ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ৯, ২০১৬
সূচকের ওঠানামায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ মে) সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন।

এদিন লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ঢাকার বাজারে সূচক কমেছে ১১ পয়েন্ট, চট্টগ্রামে ৩ পয়েন্ট।

এর আগের রোববার ও বৃহস্পতিবার (৮ ও ৫ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়।

সোমবার (৯ মে) লেনদেনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ওঠানামা করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১১১ পয়েন্ট।

বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৪ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ৪১টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেন হওয়া ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এমএফআই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।