ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
সূচকের উত্থানে সপ্তাহ পার

ঢাকা: সূচকের উত্থানের মধ্য দিয়েই শেষ হলো পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের (১৯ মে) লেনদেন। দিনভর সূচকের উঠানামা শেষে এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ২৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ৬৭ পয়েন্ট।

এর ফলে চলতি সপ্তাহের টানা চার কার্যদিবস দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। বেড়েছে লেনদেন সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগে সোম, মঙ্গল এবং বুধবার উভয় বাজারে বেড়েছে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার (মে ১৯) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬১ কোটি টাকা।

এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৬৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৩ লাখ টাকা।
লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ২০টি।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।