ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস সূচকের উত্থানের পর দেশের পুঁজিবাজারে বুধবার (২৫ মে) ছন্দপতন হয়েছে। এদিন উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

 

তবে বাজারের এ অবস্থাকে মূল্য সংশোধন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা  বলছেন, উত্থানের পর পতন, এটা পুঁজিবাজারে স্বাভাবিক নিয়ম। এতে বিচলিত হওয়ার কিছু নেই।
 
বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দাম কমায় দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকার বাজারে সূচক কমেছে ২৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে ৫০ পয়েন্ট।

এর আগের কার্যদিবস মঙ্গলবার (২৪ মে) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। তবে তার আগে টানা পাঁচ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৬ পয়েন্ট দাঁড়িয়েছে।  

এদিন ডিএসইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ‍৫ দশমিক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯২ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৪৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৯৮ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত আছে ২৯টি।
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।