ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দশ শতাংশ লভ্যাংশ পাচ্ছেন সিটি জেনারেলের শেয়ারহোল্ডাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
 দশ শতাংশ লভ্যাংশ পাচ্ছেন সিটি জেনারেলের শেয়ারহোল্ডাররা

ঢাকা: শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ।

এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুদ্দিন।

তিনি বলেন, ২০১৫ অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পরিষদ। এরপর কোম্পানির সাধারণ সভায় (এজিএম) সবার সম্মতিক্রমে পাস হয়েছে।  

জানা গেছে, বুধবার (২২ জুন) রাজধানীর মতিঝিলে বিসিআইসি অডিটোরিয়ামে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫০ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ছিল ১৬ টাকা ১৪ পয়সা।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।