ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচ মাস পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
পাঁচ মাস পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

ঢাকা: চলতি বছরের ২০ জানুয়ারির পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছে বুধবার (২৯ জুন)। যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এদিন ঢাকার বাজারে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি। গত ২০ জানুয়ারি লেনদেন হয়েছিলো ৬৬৯ কোটি টাকা।

ডিএসইতে মোট ৫৫৯টি সিকিউরিটিজের মধ্যে ৩১৮টি সিকিউরিটিজের ১৪ কোটি ১০ লাখ ৭১ হাজার ৫১৫টি শেয়ারের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ৫৮৬ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৭৩৪ টাকা।

এর মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ২২ লাখ ৭২ হাজার ৭৪৩ টাকার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে ৩ কোটি ২ লাখ ১৪ হাজার টাকার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৯০ পয়েন্ট বেড়ে ৪৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৫.১৮ পয়েন্ট বেড়ে ১১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১.০৩ পয়েন্ট বেড়ে ১৭৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, শাহাজীবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, সোশ্যাল ইসলামী ব্যাংক ও বিবিএস।
 
দাম বাড়ার শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- এসইএমএল মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহাজীবাজার পাওয়ার, প্রাইম ১ আইসিবিএ, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইডিএলসি ও ঢাকা ব্যাংক।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৪.৮৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ১২ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ২৮ লাখ টাকার।

লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৯২টিরএবং অপরিবর্তিত আছে ৩৮টির।

বাংলাদেশ সময়:১৮১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।