ঢাকা: প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতিতে পুজিঁবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এ লক্ষ্যে মূলধন সংগ্রহে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘রোড শো ফর ইনিশিয়াল পাবলিক অফারিং আন্ডার বুক বিল্ডিং মেথড অব বসুন্ধরা পেপার মিলস লি.’ ব্যানারে এ রোড শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোম্পানির বর্তমান অবস্থা ও ভবিষ্যত ব্যবসার পরিকল্পনার বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক তথ্য ও উপাত্ত তুলে ধরেন চিফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডেভলপমেন্ট অফিসার তোফায়েল হোসেন।
তিনি বলেন, বসুন্ধরা পেপার মিলসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ১৪৭ কোটি টাকা। ১৯৯৭ সাল থেকে বসুন্ধরা পেপার মিলস বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। ২০১১ সাল থেকে ২১টি দেশে বসুন্ধরা পেপার মিলস উৎপাদিত পণ্য রপ্তানি শুরু করে।
আইপিও’র মাধ্যমে বসুন্ধরা পেপার মিলস ভবিষ্যতে ২০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বসুন্ধরা পেপার মিলসের পুঁজিবাজারে আসার বিষয়ে ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ত্রিপল এ ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. এ হাফিজ বলেন, বাংলাদেশের পুঁজিবাজার অনেকটা নিম্নমুখী। বসুন্ধরা পেপার মিলস লি. পুঁজিবাজারে আসলে বাজার চাঙ্গা হবে। এর আইপিও পুঁজিবাজারের জন্য যুগান্তকারী ইস্যু হিসেবে আসবে।
রোড শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, পেপার মিলস লি. এর সচিব নাসিমুল হাই এফসিএস, এএফসি ক্যাপিটাল লি. এর উপ পরিচালক মোস্তাফিজুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, ইস্যু ম্যানেজার ও ইস্যু রেজিস্ট্রাররা।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমসি/জেডএস