ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে (ডিএসই ও সিএসই) পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শুরু হয়েছে শুক্রবার (১ জুলাই) থেকে। ছুটি শেষ হবে আগামী ৯ জুলাই শনিবার।
ডিএসই ও সিএসই সূত্র জানায়, মূলত রোববার থেকে বৃহস্পতিবার (৩-৭ জুলাই) মোট পাঁচ কার্যদিবস ঈদের ছুটি ঘোষণা করেছে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। তবে এর আগে-পরে দু’বার করে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ঈদের ছুটি থাকছে ৯ দিন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা, বিনিয়োগকারী এবং শেয়ার ব্যবসায়ীদের অনেকেই বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানী ঢাকা ছেড়েছেন। বাকিরা কেনা-কাটা শেষে দুই একদিনের মধ্যেই ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
ডিএসই’র মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে জানান, ১ জুলাই থেকে ডিএসই অফিসের সব কার্যক্রম বন্ধ থাকবে। ঈদ শেষে আগামী ১০ জুলাই থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে। একই কথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মুখপাত্র।
ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। যা রমজান উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ছিলো।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এমএফআই/এএসআর