ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শেয়ারবাজার

দ্বিতীয় কার্যদিবসে সূচক উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
দ্বিতীয় কার্যদিবসে সূচক উত্থান

ঢাকা: ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ জুলাই) দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ জুলাই) উভয় বাজারে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ১০ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ১৮ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ঢাকার বাজারে ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি মিশ্র প্রবণতা ছিলো বিমা, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম। তবে তার আগের দিন অথাৎ ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসেই পুঁজিবাজারে দরপতন হয়েছিলো।
 
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ৩২৩টি সিকিউরিটিজের ১০ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ২০৭টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ২৭২ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯.৯৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১.৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৮.২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছে ১১ কোটি ৪৯ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৪১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।