ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এবি ব্যাংকের ৩৪তম এজিএম, ডিভিডেন্ট অনুমোদন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এবি ব্যাংকের ৩৪তম এজিএম, ডিভিডেন্ট অনুমোদন

ঢাকা: এবি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর সেনামালঞ্চে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।  

এছাড়াও সভায় ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন, নিরিক্ষীত প্রতিবেদন ও নিরিক্ষীত আর্থিক বিবরণী অনুমোদন দেওয়া হয়।

সভায় সাধারণ শেয়ারহোল্ডাদের সর্ব সম্মতিক্রমে ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন, সৈয়দ গোলাম কিবরিয়া, আশিষ বরন সরকারকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া বহিঃনিরিক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-কে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিন সকালে ৯টায় একই স্থানে ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের অনুমোদিত মূলধন ৬০০ কোটি থেকে বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত হয়। সভায় শেয়ারহোল্ডারা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে প্রতি ৫টা শেয়ারের বিপরীতে ৪টা রাইট শেয়াস ইস্যুর সিদ্ধান্ত নেন। যার অভিহিত মূল্য ১০ টাকা ধরা হয়েছে।

গত ১২ এপ্রিল এবি ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ৩৪ বছর পূর্ণ করেছে। ২০১৫ সালে এ ব্যাংকের নেট সম্পদ মূল্য (এনএবি) দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ১৮ ভাগ বেশি। গেল অর্থবছর ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০১ কোটি টাকা।  যা আগের বছরের থেকে ১৬ ভাগ বেশি।

৩৪তম বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন ব্যাংকটির পরিচালক এম ওয়াহিদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালকরা এবং ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।