ঢাকা: দশ টাকা দামে ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (আইএফআইসি) ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদনের জন্য এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে প্রতিষ্ঠানটি। কমিশনের অনুমোদন পেলেই রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৪,২০১৬
এমএফআই/আরআই