ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইতে বেড়েছে লেনদেন, সিএসইতে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
ডিএসইতে বেড়েছে লেনদেন, সিএসইতে সূচক

ঢাকা: দেশের প্রধান দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জুলাই) মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে।

 

এদিন ঢাকার বাজারে সূচক সামান্য কমলেও বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

অপরদিকে চট্টগ্রামের বাজারে বেড়েছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, শেয়ার বিক্রির চাপের সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়তে শুরু করে। যা অব্যাহত ছিলো দুপুর ১২টা পর্যন্ত। তবে দিনের বাকি লেনদেন হয় সূচকের ওঠানামার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ৩২৩টি সিকিউরিটিজের ১২ কোটি ০৫ লাখ ৯৯ হাজার ৬৯৯টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৪৫০ কোটি ৩২ লাখ ০৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮৬ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৬৯৩ টাকা।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ০.১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১.২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২.১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৯.৮২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা।

লেনদেন হওয়া ২৫১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।