ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক বৃদ্ধির ধারা অব্যাহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
পুঁজিবাজারে সূচক বৃদ্ধির ধারা অব্যাহত

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৭ জুলাই) পুঁজিবাজারে সূচক বেড়েছে। এর আগের দিন সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবারও (১৬ জুলাই) সূচকের উত্থান হয়েছে।


 
এনিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। আর দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লো টানা ছয় কার্যদিবস।
 
এদিন আর্থিক খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ২টির ও অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের দাম।

এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ৪ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ১৭ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ৩২৫টি সিকিউরিটিজের ১১ কোটি ৪৩ লাখ ৪২ হাজার ৮৩টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৩৭৪ কোটি ১৪ লাখ ১৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছে ৩৭১ কোটি ১ লাখ ৩২ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪.২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ০.৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৭.৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৮ লাখ ২১ হাজার টাকা। আগের দিন লেনেদেন ৩৩ কোটি ৫৯ লাখ ৭৯ টাকা।
 
লেনদেন হওয়া ২৪২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।