ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মুদ্রানীতি ঘোষণার দিনে বেড়েছে সূচক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
মুদ্রানীতি ঘোষণার দিনে বেড়েছে সূচক

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ঘোষণার দিনে পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।

তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।  

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন অর্থ বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন।

দিনভর সূচকের উঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাবে সূচক বেড়েছে ১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

এর ফলে টানা পাঁচ কার্যদিবস সূচক পতনের পর ডিএসইতে সূচক বাড়লো। এর আগের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (জুলাই ২৫) সূচকের মিশ্রপ্রবণতার মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।  

সোমবারের মতো মঙ্গলবার শেয়ার বিক্রির চাপে সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্যে দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে ১০মিনিট পর থেকে সূচক বাড়ার প্রবণতায় লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো সকাল সাড়ে ১১টা পর্যন্ত। তবে এরপর থেকে শুরু হয় সূচকের উঠানামা। যা দিনের লেনদেনের বাকী সময় পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে এদিন ডিএসইতে মোট ৩২৫ সিকিউরিটিজের ১০ কোটি ১৮ লাখ ৪ হাজার ২৫৫টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে লেনদেনের পরিমাণ ৪৪৮ কোটি ১৫ লাখ ৯৪ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৫ কোটি ৩১ লাখ ৬৫ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০.৯৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫০.১৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৭.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।  

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬.৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২৪ পযেন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৩১৩ টাকা। আগের দিনে লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৯২ টাকা।

লেনদেন হওয়া ২৪৮ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।