ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

উভয় বাজারে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
উভয় বাজারে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জুলাই) দেশের উভয় বাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের শেষ দিন ঢাকার বাজারে সূচক পতন না হলেও কমেছে লেনদেনের পরিমাণ।

তবে চট্টগ্রামের বাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগের দিন বুধবার (২৭ ‍জুলাই) উভয় বাজারে কমেছে সূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৩টি সিকিউরিটিজের ৯ কোটি ৬ হাজার ৭২৩টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৩৭৫ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪০৫ কোটি ২২ লাখ ৬ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০.৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৮.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন প্রধান সূচক বাড়লেও ডিএস-৩০ মূল্যসূচক ০.৪২ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১.৫০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৯৪ পয়েন্ট কমে ১ হাজার ১১১.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭.৪১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ১৫ লাখ ৫৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২১ কোটি ১ লাখ ৮০ হাজার ৩২২ টাকা।

লেনদেন হওয়া ২৫০ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৮,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।