ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

দুই বাজারেই বেড়েছে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
দুই বাজারেই বেড়েছে সূচক

ঢাকা: সূচক কমার একদিন পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ আগস্ট) দেশের পুঁজিবাজারে সূচক, লেনদেন বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে বেশির ভাগ কোম্পানির।

এর আগের দিন রোববার (০৭ আগস্ট) পুঁজিবাজারে সূচকের পতনের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম হ্রাস পেয়েছিলো।

তবে তার আগে টানা চার কার্যদিবস সূচক বেড়েছে।
 
দিনভর সূচকের ওঠানামা শেষে সোমবার ঢাকার বাজারে সূচকে বেড়েছে ১ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ১৭ পয়েন্ট। এদিন বাজারে তালিকাভুক্ত খাদ্য ও সংশ্লিষ্ট অন্যান্য, আইটি এবং ওষুধ ও রসায়ন খাতের বেশিরভাগ শেয়ারের দাম বৃদ্ধি পায়।
 
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৪টি কোম্পানির ১০ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৯৬ টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যার মূল্যমান ৪৬৩ কোটি ২৮ লাখ ৭৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১৮ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৬৩৪ টাকার শেয়ার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০.৭০ পয়েন্ট বেড়ে ৪৫৬৯.১২ পয়েন্ট দাঁড়িয়েছে। তবে এদিন ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬২ পয়েন্ট কমে ১৭৮৫.৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.১০ পয়েন্ট কমে ১১২১.১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪ টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ারের।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৭.২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৯২৬ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি টাকার।
 
লেনদেন হওয়া ২৪৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ারের।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।