ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লো টানা তিন কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
ডিএসইতে সূচক বাড়লো টানা তিন কার্যদিবস

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ আগস্ট) ডিএসইতে সূচক বেড়েছে ৯ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে ২৬ পয়েন্ট।

এর আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ আগস্ট) ও আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ আগস্ট) সূচক বেড়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) লেনদেন বন্ধ থাকার পর মঙ্গলবার ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির ১১ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫৯৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪২৫ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৯২ লাখ ৬ হাজার টাকার। তবে তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০০ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার টাকা।

মঙ্গলবার তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.১৭ পয়েন্ট বেড়ে ৪৫৮৬.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৫৪ পয়েন্ট কমে ১৭৭৩.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে ১১২৩.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩ টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২৬.৭৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮৯ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ১০ লাখ টাকার।

লেনদেন হওয়া ২৪০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১২টির কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এমএফআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।