ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থান অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
সূচক উত্থান অব্যাহত

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও (১৭ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক (ডিএসই) বেড়েছে ৯ পয়েন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৮ পয়েন্ট।


 
এর ফলে ডিএসইতে টানা চার কার্যদিবস সূচক বাড়লো।

মঙ্গলবারের মতো বুধবার সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কিছুটা কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এদিন বেশ কিছু কোম্পানির শেয়ার ক্রেতা-বিক্রেতা সংকটে লেনদেন হয়নি।

বুধবার ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির ১৩ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৩২৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫০৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৫ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৯২ লাখ ৬ হাজার টাকার।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮.৯৮ পয়েন্ট বেড়ে ৪৫৯৫ পয়েন্ট দাঁড়িয়েছে। তবে এদিন ডিএস-৩০ মূল্য সূচক ২.২২ পয়েন্ট কমে ১৭৭১.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৭৩ পয়েন্ট কমে ১১২২.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৭.৯৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৬ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২১ কোটি ১০ লাখ টাকার।

লেনদেন হওয়া ২৫৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৭,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।