ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে আরেক কার্যদিবস পার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
সূচক পতনে আরেক কার্যদিবস পার

ঢাকা: ফের সূচক পতনের ধারায় হাঁটছে দেশের পুঁজিবাজার। টানা পাঁচ কার্যদিবস সূচকের উত্থানের পর গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে সোমবার (২২ আগস্ট) পর্যন্ত টানা তিন কার্যদিবস উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আগের দুই কার্যদিবসের মতো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকার বাজারে সূচক কমেছে ১ পয়েন্ট, চট্টগ্রামে কমেছে ১৫ পয়েন্ট। পাশাপাশি কমেছে লেনদেনও।

রোববারের মতো সোমবারও লেনদেন শুরু হয় সূচক ঊর্ধ্বমুখী  প্রবণতার মধ্য দিয়ে। যা অব্যাহত ছিলো দুপুর পৌনে ১২টা পর্যন্ত। এসময় ডিএসই’র প্রধান সূচক বাড়ে ১৮ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা।

দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১.১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৭.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএস-৩০ মূল্যসূচক ৩.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৬২.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.০৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৬.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানির ১১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪৫৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে  লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭০ কোটি ৬৯ লাখ ৭৮ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৫.২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫৫.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৬ লাখ ৯ হাজার টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৯১ লাখ ৮১ হাজার টাকার। তার আগের দিনে লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকার।

লেনদেন হওয়া ২৫০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।