ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পঞ্চম দিনের মতো সূচক কমলো ডিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
পঞ্চম দিনের মতো সূচক কমলো ডিএসইতে

ঢাকা: দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতন হয়েছে। এনিয়ে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক কমলো।

তবে এদিন সিএসইতে সূচক সামান্য বেড়েছে। ফলে চার কার্যদিবস পর সিএসই সূচক বাড়লো।  

আগের দিনগুলোর মতোই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় বুধবারও লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচক পতনের ধারা। দিন শেষে ডিএসইতে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সিএসইতে সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে।  
 
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসই’র প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০৯.৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৪.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএস-৩০ মূল্যসূচক ৮.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৮.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪.৫১ পয়েন্ট কমে ১ হাজার ১০৭.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২২ কোম্পানির ১০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ১৪২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ১২ লাখ ৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮৯ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা।  

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ০.৬৫ পয়েন্ট কমে ৮ হাজার ৫২১.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৫৮১ টাকার।  

লেনদেন হওয়া ২৫২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad