ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

আটদিন পর ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আটদিন পর ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে 

ঢাকা: টানা আট কার্যদিবস সূচক পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

এর ফলে টানা নয় কার্যদিবস সূচক পতন হলো সিএসইতে।

বুধবার লেনদেনের প্রথম ও শেষ আধ ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়। তবে দিনের বাকি সময় লেনদেন হয়েছে সূচক পতনের ধারায়। ফলে দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৩ পয়েন্ট, আর সিএসইতে কমেছে ২ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নগদ টাকা সংগ্রহের কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়েছে। এর কারণে দিন শেষে সূচকে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে।  

আগস্টের শেষ দিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের। অপরদিকে সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের।  

বুধবার ডিএসইতে মোট ৩১১টি কোম্পানির ১০ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৩৩৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪০৯ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার টাকার।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২.৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৬.৫৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৫.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.১৭ পয়েন্ট কমে ১০৯৭.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১.৭৯ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬১ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ০৭  লাখ ২৮ হাজার ৬৩৮ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৮৭ টাকার।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ৩১,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।