ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ সেপ্টেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা নয় কার্যদিবস সূচক পতনের পর টানা দুই কার্যদিবস সূচক বাড়লো।

সেপ্টেম্বর মাসের প্রথম রোববার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে আধা ঘণ্টা পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরে সূচক। যা অব্যাহত ছিলো দুপুর পৌনে ১২টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে ফের সূচকের ওঠানামা শুরু হলেও সূচক বেড়ে লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৮ পয়েন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১০ পয়েন্ট।  

ডিএসইতে রোববার লেনদেন হওয়া ৩২০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার। অপরদিকে সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।  

ডিএসইতে মোট ৩২০টি কোম্পানির ১১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৮৩৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৮০ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪০৭ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা।  
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮.৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৭.৪৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৭.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৬৬ পয়েন্ট বেড়ে ১১০৩.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  


দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০.২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১২ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৫ লাখ ৮২ হাজার ৪৪৫ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৯৪ লাখ ১৬ হাজার টাকার।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।