ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে। কমেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

তবে দুই বাজারেই সূচক বেড়েছে।  

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দেশের উভয় বাজারের লেনদেন শেষের চিত্র এরকম।  
 
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের বাকি সময় পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট।  
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার। অপরদিকে সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

ডিএসইতে মোট ৩১০টি কোম্পানির ১০ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৭৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৭৫ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৫ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকার।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৮.৩৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৪.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৩.৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৮ পয়েন্ট দাঁড়িয়েছে।  

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৭৫ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২৮ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৬৭৫ টাকার।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ০৬,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।