ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেলো ইয়াকিন পলিমার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেলো ইয়াকিন পলিমার

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া ইয়াকিন পলিমার লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে ডিএসই’তে কৌশলগত বিনিয়োগকারী আনার বিষয়েও আলোচনা হয়। আশা করা হচ্ছে ঈদের পরপরই কোম্পানিটির লেনদেন শুরু হবে।

এর আগে বিএসইসির ৫৭৩তম সভায় ইয়াকিন পলিমারকে আইপিওর মাধ্যমে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরপর গত ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা মোট ৮৯১ কোটি ৮ লাখ ১২ হাজার টাকার আইপিও আবেদন করেন। যা মোট কোম্পানির অনুমোদিত মূলধনের ৪৪.৪৫ গুণ।

উত্তোলিত টাকা প্রতিষ্ঠানের মেশিনারিজ ক্রয়, কারখানা ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষঙ্গিক খাতে ব্যয় করার কথা রয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বাংলাদেশ  সময়: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।