ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই স্টক একচেঞ্জেই সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
দুই স্টক একচেঞ্জেই সূচকের উত্থান

ঢাকা: দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ সেপ্টেম্বর) দেশের উভয় বাজারে উত্থান হয়েছে।  

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট।


 
পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এনিয়ে টানা ৫ কার্যদিবস ঢাকা ও চট্টগ্রামের বাজারে সূচক বেড়েছে। তার আগে টানা নয় কার্যদিবস উভয় বাজারে সূচক পতন হয়েছিলো।
 
ঈদের ছুটির ঠিক ১ কার্যদিবস আগের দিন বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২০টি কোম্পানির ১৩ কোটি ৭ লাখ ৮২ হাজার ৬০১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৯৮ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকা।  

আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭৫ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৫ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকার।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬.৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৪.৬৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৭.৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬২.২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪.০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৩.৬৬পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০২.৭৫ পয়েন্ট দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৮৩ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৭৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৮ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৬৭৫ টাকার।
 
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।