ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী বাজারে ডিএসইতে লেনদেন ছাড়াল ৬শ’ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
ঊর্ধ্বমুখী বাজারে ডিএসইতে লেনদেন ছাড়াল ৬শ’ কোটি

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (২১ সেপ্টেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৬শ’ কোটি টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩২ কোটি টাকা।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। ফলে দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ২১ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ২২ পয়েন্ট। সবমিলে টানা দশ কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।  

বুধবার ডিএসইতে মোট ৩২২টি কোম্পানির ১৫ কোটি ৪ লাখ ৪২ হাজার ১০৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে  ৬১৪ কোটি  ১২ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৬ কোটি টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪০ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬০.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৩.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৩.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২২.৭৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১০.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ টাকার। তার আগের দিন লেনদেন ৩০ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ১৬৮ টাকা।  

সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।