ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসের মতোই দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে।

তবে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক, লেনদেন ও বেশির ভাগ শেয়ারে দাম বেড়েছে।

এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ১৫ পয়েন্ট। এর ফলে টানা ১১ কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির ১৫ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৬৯২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৫৫৫ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১৪ কোটি ১২ লাখ ৩৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৬ কোটি টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৫.৩৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫.৪৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৬.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ২ লাখ ৩৭ হাজার ৫৬৪ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৩৬ লাখ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।