ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী বাজারে বিমা ও মিউচ্যুয়াল ফান্ডের পালে হাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
ঊর্ধ্বমুখী বাজারে বিমা ও মিউচ্যুয়াল ফান্ডের পালে হাওয়া

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৪ সেপ্টেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বেশির ভাগ খাতের মিশ্র প্রবণতায় লেনদেন হলেও আর্থিক প্রতিষ্ঠান, বিমা ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের হাওয়া লেগেছে।

একারণে সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ঈদুল আজহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর (রোববার) সরকারের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সপ্তাহিক ছুটির দিন শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেন হয়েছে।

দিনভর সূচকের উঠানামা শেষে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪০ পয়েন্ট। ফলে টানা ১২ কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, উভয় বাজারে তালিকাভূক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতে লেনদেন হওয়া ২৩ কোম্পানির মধ্যে শনিবার দাম বেড়েছে ১৮টির, কমেছে ৪টির আর অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দাম।

বিমা খাতে লেনদেন হওয়া ৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির ৫টির অপরিবর্তিত রয়েছে ৪টির। এছাড়াও মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৫টি ফান্ডর মেধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ২টির আর অপরিবর্তি রয়েছে ২টির।

শনিবার ডিএসইতে মোট ৩২৫টি কোম্পানির ১৫ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৬৯২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৫৫৫ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১৪ কোটি ১২ লাখ ৩৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৬ কোটি টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪.৯৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮০.৩১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০.৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭১.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৩৯ পয়েন্ট বেড়ে ১হাজার ১২১.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪০.৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৯৭৩ টাকা। আগের দিনে লেনদেন হয়েছিলো ৪০ কোটি ২ লাখ ৩৭ হাজার ৫৬৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৩৬ লাখ টাকা।  

সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।