ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

উভয় বাজারে সূচকের দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
উভয় বাজারে সূচকের দরপতন

ঢাকা: সোমবার সূচকের উত্থানের পর মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।  

এদিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

তার আগের দিন রোববারও (২৫ সেপ্টেম্বর) সূচকের পতন হয়েছিলো।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা। যা দিনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক কমেছে ৬ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সূচক কমেছে ১০পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানির ১৭ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৯১২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৩৪ কোটি ২১ লাখ ১৮ হাজার টাকা।

আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫২ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৭.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৩.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.২৩ পয়েন্টকমে ১ হাজার ১২২.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯.৯১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫৬.১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৬৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪ কোটি টাকার।
 
সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।