ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

আর্থিক খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
আর্থিক খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: দরপতনের একদিন পর আর্থিক খাতের দাপটে সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২৮ সেপ্টেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

এর আগের দিন মঙ্গলবার উভয় বাজারে দরপতন হয়। তবে তার আগের দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

বুধবার সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও মাত্র ১২ মিনিট পর শুরু হয় শেয়ার বিক্রির চাপ। এরপর দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

এদিন বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১টির আর অপরিবির্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দাম। আর্থিক খাতের পাশাপাশি ব্যাংক, বিমা, সিমেন্ট খাতের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে।
 
দিন শেষে ডিএসইতে মোট ৩২৩টি কোম্পানির ১৪ কোটি ৩১ লাখ ৯ হাজার ২১৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৯২ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকা। এর আগের দিন লেদেন হয়েছিলো ৫৩৪ কোটি ২১ লাখ ১৮ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২.৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯০.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬.১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১.৬১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৭.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪ লাখ ৮৬ হাজার ৯৯৭ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকা।  

সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।