ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিবিএ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ২১ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
ডিবিএ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ২১ প্রার্থী

ঢাকা: আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রথম নির্বাচন।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) শেষ হওয়া সময়ে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার হাউজের মালিকদের সংগঠনের নির্বাহী সদস্য পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের বৃহস্পতিবারের (২৯ সেপ্টেম্বর) মধ্যে আবেদন জমা দিতে হবে।  

মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ৩ অক্টোবর প্রাথমিক প্রার্থী তালিকা ও ১৮ অক্টোবর চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ হবে। ‍

প্রার্থীদের মধ্য থেকে ১৫ জন সংগঠনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচত হবেন। নির্বাচনে ভোটার সংখ্যা ২৪১ জন। ডিএসই ভবনে ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা রয়েছে।

এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন তিন সদস্যের র্বোড। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। অন্য দুই সদস্য হলেন- মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।
 
নির্বাচনে ডিএসইর সাবেক সভাপতি, সিনিয়র সহ সভাপতি, পরিচালকের পাশাপাশি নতুন প্রজন্মের সদস্যরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।