ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন পৌনে ৭শ’ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
ডিএসইতে লেনদেন পৌনে ৭শ’ কোটি টাকা

ঢাকা: ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৮১ কোটি টাকা। যা ১৩ মাস ২৩ দিনের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

এর আগে ২০১৫ সালের ৬ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিলো ৬৮৮ কোটি ৫৪ লাখ ৩২ হাজার টাকার।  

এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩২ কোটি টাকা।

দিনভর সূচকে ওঠানামা শেষে বৃহস্পতিবার উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন। এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েন্ট। সিএসইতে সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন বাজারে তালিকাভুক্ত বিশটি খাতের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, বিমা এবং বস্ত্রখাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
 
এর মধ্যে আগের দিনের মতোই বৃহস্পতিবার তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ১টির আর অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দাম।  

আর্থিক খাতের পাশাপাশি বিমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৬টির। এছাড়াও বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির।

ডিএসইতে মোট ৩২২টি কোম্পানির ১৯ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৬৩৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৬৮১ কোটি ৬০ লাখ ১৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.৫৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৫.১৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০.৬৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.২৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৫.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৭.১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৮৯.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ১৭১ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৪ লাখ ৮৬ হাজার ৯৯৭ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।