ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।
রোববার (১৬ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৯ পয়েন্ট বেড়েছে।
এর আগের দুই কার্যদিবস বৃহস্পতিবার (অক্টোবর ১৩) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে তার আগের দুই কার্যদিবস সূচক পতন হয়েছে।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩ কোম্পানির ১৭ কোটি ৮৯ লাখ ৪ হাজার ৬১৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৮৩ কোটি ৮৩ লাখ ৩১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০৭ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪৮ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮.৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৯.৬২ পয়েন্ট দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ মূল্যসূচক ২.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৪.৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৩১ পয়েন্ট কমে ১ হাজার ১২৩.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪৭.৬৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১৪.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৯৮২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৫৯৭ টাকার।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির, অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমএফআই/এমজেএফ