ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিবিএ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বুলবুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
ডিবিএ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বুলবুল

ঢাকা: ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বুলবুল সিকিউরিটিজের এ এস সহিদুল হক বুলবুল।

সোমবার (অক্টোবর ১৭) মনোনয় প্রত্যাহরের শেষদিন নিবার্চন থেকে সড়ে দাঁড়ানোর এই সি‍দ্ধান্ত নিয়েছেন।

বিকেলে ডিবিএ সূত্রে এতথ্য জানা গেছে।

রোববার (২০ নভেম্বর) ডিবিএ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর ফলে নির্বাচনে লড়ছেন ১৯জন প্রার্থী। তবে মঙ্গলবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশন চূড়ান্ত বাছাই শেষে মনোনয়ন প্রাপ্তদের তালিকা ডিবিএ’র কার্যালয়ে প্রকাশ করবে।

মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন- রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসের আহমেদ রশিদ লালী, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের মোস্তাক আহমেদ সাদিক, মর্ডান সিকিউরিটিজের খুজিস্তা নূর-ই নাহারীন, রাশটি সিকিউরিটিজের সৈয়দ রেদোয়ানুল ইসলাম, অ্যারিজ সিকিউরিটিজের মাসুদুল হক, পিপলস ইক্যুটিজের কবির আহমেদ, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসাইন, প্রাইলিংক সিকিউরিটিজের মো. জহিরুল ইসলাম, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক লিমিটেডের খাজা আসিফ আহম্মেদ,  শ্যামল ইক্যুটি ম্যানেজমেন্টের মো. সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসাইন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টসের দিল আফরোজা কামাল, শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক এবং ডিবিএল সিকিউরিটিজের মোহাম্মদ আলী।

২০ নভেম্বর নির্বাচনের ভোটগ্রহণ চলচে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ।

নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন- মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।

এর আগের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার হাউজের মালিকদের সংগঠনটির প্রথম এ নির্বাচনে অংশনিতে ২১জন প্রার্থী আবেদন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ২০ জন প্রার্থী। আর সোমবার তার মধ্য থেকে সহিদুল হক বুলবুল মনোনয়ন প্রত্যাহার করেছেন।

অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এটিই প্রথম নির্বাচন। নির্বাচনে সংগঠনটির ২৪১ জন সদস্য ভোট দিতে পারবেন।

তাদের ভোটে ১৫ জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিতদের ভোটে সংগঠনের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এমএফআই/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।