ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনের পরদিনই পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
দরপতনের পরদিনই পুঁজিবাজারে উত্থান

ঢাকা: সোমবারের (১৮ অক্টোবর) দরপতনের পরদিন সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ অক্টোবর) পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠা-নামা শেষে ঢাকা ও চট্টগ্রামের বাজারে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

পাশাপাশি বেড়েছে বাজার মূলধনও।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার পুঁজিবাজারের উত্থান হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভায় পুঁজিবাজারের কয়েকটি বিষয়ে ইতিবাচক আলোচনার খবরে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির ২০ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৫১৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৭১ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৬ কোটি ৭১ লাখ ৫৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৩ কোটি ৮৩ লাখ ৩১ হাজার টাকা।

তিনটি সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮.৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১১.৮৫ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ০.৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৫.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৮.০৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ১৫৭ টাকা। আগেরদিন ছিল ২৮ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৩৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৯৮২ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭৫টির, অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।