ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শেয়ারবাজার

কমেছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
কমেছে সূচক ও লেনদেন

ঢাকা: মঙ্গলবারের (১৮ অক্টোবর) উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (১৯ অক্টোবর) পুঁজিবাজারে দরপতন হয়েছে। শুরুতে উত্থান হলেও শেষবেলায় পতনের মধ্য দিয়ে ঢাকা ও চট্টগ্রামের বাজারে লেনদেন হয়েছে।

সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে বাজার মূলধনও।

বুধবার সূচকের ঊধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের পতন, যা অব্যাহত ছিলো লেনদেনের শেষ পর্যন্ত। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে কমেছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির ২২ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৯৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৬০ কোটি ২৬ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭১ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৬ কোটি ৭১ লাখ ৫৩ হাজার টাকা।

তিনটি সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২১.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ৪.৬০ পয়েন্ট কমে ১ হাজার ৭৫০.৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫৫ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ১৫৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৪৯টির, অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।