ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

টানা পাঁচ কার্যদিবস দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
টানা পাঁচ কার্যদিবস দরপতন

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস দরপতনে পার করছে পুঁজিবাজার। এ দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে মোট ১০০ পয়েন্ট।

পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ অক্টোবর) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনায় দাম বাড়ার প্রবণতায় লেনদেন হয় পৌনে ১২টা পর্যন্ত। তবে দিনের বাকি সময় লেনদেন হয় সূচকের নিন্মমুখী প্রবণতায়।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬২ পয়েন্ট।  

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১৩ কোটি ২৬ লাখ ৫ হাজার ৩৪৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে ৩৮৯ কোটি ৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৭ কোটি ১৬ লাখ ৬১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬০৫ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার।  

ডিএসই’র তিনটি সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২.৯১ পয়েন্ট কমে চার হাজার ৫৯২.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ১.৫১ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৩.৪৩ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ০.৬৩ পয়েন্ট কমে ১ হাজার ১০০.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮.১০ পয়েন্ট কমে ৮ হাজার ৬০৫.১০ পয়েন্টে দাঁড়িয়েছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৬৭০ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮ লাখ ২০ হাজার ৫৯৭ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০৮টির, অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।