ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পাঁচ কার্যদিবস পর বেড়েছে সূচক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
পাঁচ কার্যদিবস পর বেড়েছে সূচক

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ নভেম্বর) পুঁজিবাজারে দরপতন থেমেছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩ পয়েন্ট।

তার আগের পাঁচ কার্যদিবস (২৫ অক্টোবর-৩১ অক্টোবর পর্যন্ত) উভয় বাজারে দরপতন হয়েছে। মঙ্গলবার সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামের বাজারেও কমেছে সূচক।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১১ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৪৬৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে ৩৭৬ কোটি ৯৯ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৮৯ কোটি ৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৭ কোটি ১৬ লাখ ৬১ হাজার টাকা।  

ডিএসই’র তিনটি সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.৬৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯৬.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ মূল্যসূচক ২.৪০ পয়েন্ট কমে ১ হাজার ৭৩১.০২ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ২.৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২.৯৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০৮.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৯৮২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৬৭০ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad