ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। তার আগের দুই কার্যদিবস সূচক পতন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪৫ পয়েন্ট।
 
এদিন ডিএসইতে মোট ২০ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬২৮ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন  হয়েছিলো ৬০৭ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৪৬ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার টাকা।  

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৬৫৭ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১৪০ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ৫৭০ টাকা।  

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৮২টির, অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।