ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

দুই বাজারের সূচকে ভিন্ন চিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
দুই বাজারের সূচকে ভিন্ন চিত্র

টানা চার কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমেছে। 

ঢাকা: টানা চার কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমেছে।  

তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।


 
দিনভর সূচকের ওঠানামা শেষে সোমবার ডিএসইতে সূচক শূন্য দশমিক ৫৮ পয়েন্ট কমলেও বেড়েছে লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকায় ডিএসইতে সূচক কমেছে।

সোমবার ডিএসইতে মোট ১৭ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৬৯১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬১০ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৭৩ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৬২৮ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭২১.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরিয়াহ সূচক ০ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে ৪২ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৬০৫ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয় ৪০ কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৭৪৭ টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয় ৩৭ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৬৫৭ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১০০টির, অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।