ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সাড়ে পাঁচ বছর পর ডিএসইতে লেনদেন ১৫শ’ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
সাড়ে পাঁচ বছর পর ডিএসইতে লেনদেন ১৫শ’ কোটি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪৭৮ কোটি টাকা। এর আগে ২০১১ সালের ১৩ জুলাই...

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪৭৮ কোটি টাকা। এর আগে ২০১১ সালের ১৩ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ৪৮৮ কোটি টাকা।

যা পাঁচ বছর ৪ মাস ১০ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এদিন লেনদেনের পাশাপাশি সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসই’র পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকা। বেড়েছে সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে ডিএসইতে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। অপর বাজার সিএসইতে সূচক বাড়লো টানা সাত কার্যদিবস।

বুধবার ডিএসইতে মোট ৩৭ কোটি ৯৭ লাখ ৪৭ হাজার ১৪৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫৫ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকার।  

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৫.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরিয়াহ সূচক ০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
সিএসইতে ৪৮ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৯৩টির, অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।