ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বেড়েছে সূচক কমেছে লেনদেন

পতনের একদিন পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (নভেম্বর ৩০) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন হয়েছে। তবে এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা: পতনের একদিন পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (নভেম্বর ৩০) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন হয়েছে। তবে এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগের দিন মঙ্গলবার (২৯ নভেম্বর) সূচক পতন হয়েছিলো। তবে তার আগের দিন সোমবার (২৮ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন হয়।
 
বুধবার শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকায় দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে শূন্য দশমিক ২৬ পয়েন্ট।
 
এদিন ডিএসইতে মোট ২০ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৭১১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬৩০ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮০৮ কোটি ৬ লাখ ৯৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪৫ কোটি ৮ লাখ ৭৬ হাজার টাকার।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসইএস শরিয়াহ্ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে ৩৯ কোটি ৪৯ হাজার ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া ২৫২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির, অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।